প্রশ্ন: বাগেরহাট জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: বাগেরহাট জেলার সীমানা কি?
উ: বাগেরহাট জেলার সীমানা:
✅ উত্তরে: গোপালগঞ্জ
✅ দক্ষিণে: বঙ্গোপসাগর
✅ পূর্বে: পিরোজপুর ও বরগুনা
✅ পশ্চিমে: খুলনা জেলা
প্রশ্ন: বাগেরহাট জেলার আয়তন কত?
উ: ৫৮৮২.১৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: বাগেরহাট জেলার গ্রাম কতটি?
উ: ১০৪৭ টি।
প্রশ্ন: বাগেরহাট জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: সুরভিত বাগেরহাট।
প্রশ্ন: বাগেরহাট জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৭৫ টি।
প্রশ্ন: বাগেরহাট জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৯ টি। বাগেরহাট, মোল্লারহাট, ফকিরহাট, মংলা, কচুয়া, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ ও চিতলমারী।
প্রশ্ন: বাগেরহাট জেলার পৌরসভা কতটি?
উ: ৩ টি। বাগেরহাট, মংলা, মোড়লগঞ্জ।
প্রশ্ন: বাগেরহাট জেলার নদ-নদী কি কি?
উ: হরিণঘাটা, বালেশ্বরী, মংলা, মধুমতি, শিলা, পাথুরিয়া, বাংরা প্রভৃতি।
প্রশ্ন: বাগেরহাট জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: তাঁত শিল্প, টেক্সটাইল মিলস, হিমাগার তেলকল, মৎস প্রক্রিয়াকরণ কারখানা, কুটির শিল্প, মৃৎশিল্প।
প্রশ্ন: বাগেরহাট জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, হযরত খান জাহান আলী (র)-এর মাজার, ষাট গম্বুজ মসজিদ, মংলা সমুদ্রবন্দর, দুবলার চর, করমজল।
প্রশ্ন: বাগেরহাট জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: কিরণচন্দ্র রায়, এ. এস. এম. মোস্তাফিজুর রহমান, ড. নীলিমা ইব্রাহিম (কবি ও সাহিত্যিক), রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ (কবি ও সাহিত্যিক), আবদুল্লাহ আবু সায়ীদ (সাহিত্যিক, সমাজসেবক), অধ্যাপক মোয়াজ্জেম হোসেন।